শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দিয়ে গাছ লাগানোর বার্তা দিলেন শিক্ষকরা। বাঁকুড়ার ছাতনা অডিটোরিয়াম হল প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেলে ছাতনা ব্লক এলাকার ৩৫০ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়া হলো আম গাছের চারা। কিভাবে গাছের পরিচর্যা ও যত্ন করতে হবে তাও বুঝিয়ে দেওয়া হলো পড়ুয়াদের।
বর্তমানে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, তা রোধ করতে গেলে প্রয়োজন প্রচুর পরিমাণে গাছ লাগানো। তাই পড়ুয়াদের গাছ লাগানোর বার্তা দিয়ে তুলে দেয়া হলো চারা গাছ। ছোট ছোট মিষ্টি আমের চারা গাছ পেয়ে খুশি পড়ুয়ারাও। এলাকার সাংস্কৃতিক আয়োজক ও সমাজসেবী শংকর চক্রবর্তীর আয়োজনে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয় এদিন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরুনাভ চট্টোপাধ্যায়, শিক্ষক রাজিব মন্ডল, ভিক্টর ব্যানার্জি , শ্রীধর দত্ত সহ ছাতনা এলাকার শতাধিক ছাত্র-ছাত্রী।