শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। সারা বছরব্যাপী বিভিন্ন দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান এই শুশুনিয়া পাহাড়ে। আর এই ৪৪৬ মিটার উচ্চতার পাহাড়ের উপরে উঠে যেমন রোমাঞ্চ অনুভব করেন পর্যটকরা ঠিক তেমনি এবার থেকে শুশুনিয়া পাহাড়ের চারপাশ ঘন জঙ্গলের মধ্য দিয়ে গাড়িতে করে ঘুরে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারবেন পর্যটকের দল। ঠিক সেই ব্যবস্থার উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পরিষদ। শুশুনিয়া পাহাড়ের চারপাশে রয়েছে একাধিক গ্রাম শুশুনিয়া, ভরতপুর,গিধুড়িয়া, শিউলিবনা। বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্ত জানান, ‘গিধুড়িয়া থেকে শিউলীবনা দীর্ঘ দেড় কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে জেলা পরিষদের তহবিল থেকে। বরাদ্দ হয়েছে ৬৭ লক্ষ টাকা। এই রাস্তা নির্মাণ হয়ে গেলে পুরো পাহাড়ের চারপাশ ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। শুশুনিয়া অঞ্চল সভাপতি ধনপতি দাস বলেন, ‘মৌ দির সহযোগিতায় জেলা পরিষদ থেকে শুশুনিয়া পাহাড় পর্যটন কেন্দ্রে যেমন নজর দেওয়া হচ্ছে ঠিক তেমনি শুশুনিয়া গ্রামের শেষ প্রান্তে গন্ধেশ্বরী নদীর তীরে ২২ লক্ষ টাকা ব্যায়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে শ্মশানে কাঠের চুল্লি, একটি টিনের সেডের চালা, সোলার হাইমাস লাইট ও একটি কালভার্ট’। এদিন এই দুই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্ত, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও শুশুনিয়া প্রধান মালা বাউরি। পরবর্তীতেও শুশুনিয়া পাহাড় পর্যটন কেন্দ্র এলাকা ও গ্রাম উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানান জেলা কৃষি কর্মাধ্যক্ষা।