eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলা, ডুবলো কজওয়ে, নামলো ধস

টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলা, ডুবলো কজওয়ে, নামলো ধস

সংবাদদাতা,বাঁকুড়াঃ- গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টি চলছে। বর্তমানে নিম্নচাপটি বাঁকুড়া থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১৯০ কিলোমিটার পূর্ব এবং রাঁচী থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

আর এই নাগাড়ে চলা ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা।গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বাঁকুড়ার সিমলাপাল নদীঘাটের কজওয়ে জলের তলায় ডুবে গেল। প্রসঙ্গত প্রতি বছরই অতি বর্ষণে ডোবে সিমলাপাল নদী ঘাটের কজওয়ে। আর তার ফলে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রবিবারও একই পরিস্থিতি দেখা গিয়েছে। জল উঠেছে কজওয়েতে। ফলে সমস্যায় পড়েছেন সিমলাপালের একটা বড় অংশ-সহ সারেঙ্গা, রাইপুর ও ঝাড়গ্রামের বাসিন্দারা। এদিন সকালে ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। কজওয়ে ধরে যাতায়াত বন্ধ করা হয়েছে। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।

অন্যদিকে কম সময়ে একটানা এই বৃষ্টিতে ধস নেমেছে দক্ষিণপূর্ব রেলপথের বাঁকুড়া আদ্রা রেললাইনের ধারে থাকা একটি কংক্রিটের রাস্তায়। মাত্র এক বছর আগে তৈরি হওয়া কংক্রিটের ওই রাস্তার বিভিন্ন জায়গা ফেটে গেছে। খবর পাওয়ার পর এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের আধিকারিকরা। স্থানীয়দের দাবী রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্ন মানের সামগ্রী ব্যবহারের ফলেই এমনটা ঘটেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments