eaibanglai
Homeএই বাংলায়পঞ্চায়েত ভোটের আগে তিন গুরুত্বপূর্ণ পদাধিকারীকে বহিষ্কার করলো বাঁকুড়া জেলা তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে তিন গুরুত্বপূর্ণ পদাধিকারীকে বহিষ্কার করলো বাঁকুড়া জেলা তৃণমূল

সংবাদদাতা,বাঁকুড়াঃ– দলের তরফে ঠিক করে দেওয়া প্রার্থীকে কেউ মেনে না নিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়লে বা সেই প্রার্থীদের সমর্থনে কাজ করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিল শীর্ষ নেতৃত্ব। তার পরেও দেখা যাচ্ছে, রাজ্য জুড়ে বহু আসনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন টিকিট না পাওয়া তৃণমূল নেতানেত্রীরা। এবার দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোয় বাঁকুড়া জেলার তিন তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করল দল। শনিবার সন্ধ্যায় জেলা তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। নির্দিল প্রার্থী হিসেবে যারা জিতবেন তাদেরও দলে ফেরানো হবে বলেও এদিন কড়া বার্তা দেন তৃণমূল জেলা সভাপতি।

বহিষ্কার হওয়া নেতারা হলেন মকুব উদ্দিন খান, প্রাক্তন প্রধান ও ব্লক কমিটির সদস্য,হারাধন পাণ্ডে প্রাক্তন উপপ্রধান ও বর্তমানে ব্লক কমিটির সম্পাদক, অন্যজন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্য ও ব্লক কমিটির সদস্য।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র এদিন আরও বলেন, বেশকিছু আরও নাম আমাদের কাছে এসেছে । সেগুলো আমরা তদন্ত করে দেখছি। আগামীদিনে সে বিষয়ে জানানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments