eaibanglai
Homeএই বাংলায়রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল, বন্ধ যান চলাচল

রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল, বন্ধ যান চলাচল

সংবাদদাতা,বাঁকুড়াঃ– নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলার একাধিক এলাকা। বাঁকুড়ার একাধিক নদীতে বেড়েছে জল স্তর। জলমগ্ন হয়ে পড়েছে জাতীয় সড়ক। বাঁকুড়ার মেজিয়ায় রাজ্য সড়কের উপর মাতাবেল কজওয়ে চলে গেছে জলের তলায়। ২ দিন ধরে জলের তলায় এই কজওয়ে। ফলে মেজিয়া-ছাতনা রাজ্য সড়কে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। গতকাল থেকে বন্ধ হয়ে গেছে মেজিয়া- ছাতনা রাজ্য সড়কে যান চলাচল। ফলে বিপাকে এলাকার বাসিন্দারা। বৃষ্টি কবে কমবে সেই অপেক্ষায় সকলে।

প্রসঙ্গত গাঙ্গেয় পশ্চিবঙ্গের উপরে অবস্থিত নিম্নচাপের দরুণ শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনও তা গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে। তিন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে এটি বাঁকুড়া থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ, জামশেদপুর থেকে ৯০ কিলোমিটার পূর্ব এবং রাঁচী থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে রয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments