সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার মানুষের বহুদিনের দাবি ছিল বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন লাইনের। বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে, যেটি মশাগ্রাম পর্যন্ত চলে সেই ট্রেন লাইনটি বর্ধমান হাওড়া কর্ড লাইনে সংযুক্ত করে বাঁকুড়া হাওড়া ট্রেন লাইনের পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে সেই কাজ চলছে। কিন্তু কবে চালু হবে এই রেল লাইন। সেই অপেক্ষায় বসে রেয়েছেন বাঁকুড়াবাসী। এরই মধ্যে মঙ্গলবার মশাগ্রাম রেল স্টেশনে কাজ খতিয়ে দেখতে গিয়ে আশার বাণী শোনালেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান, রেললাইন সংযুক্তিকরণের কাজ প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলেই চলতি মাসের কুড়ি তারিখের মধ্যেই মশাগ্রামের সঙ্গে বাঁকুড়া রেল সংযোগের উদ্বোধন হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, “৪০ টা চিঠি, ১৬ বার লোকসভায় বাঁকুড়া হাওড়া নিয়ে আওয়াজ তোলা এবং রেলমন্ত্রীর সঙ্গে ১৩ থেকে ১৪ বার আলোচনার পর এই প্রকল্পটি রূপায়িত করা সম্ভ হয়েছে।”
প্রসঙ্গত হাওড়া থেকে মশাগ্রাম রুটে ট্রেন পরিষেবা চালু হলে বদলে যাবে দক্ষিণ দামোদর অববাহিকার আর্থসামাজিক পরিস্থিতি এবং শেষ হবে খেটে খাওয়া মানুষের ভোগান্তি। শুধু বাঁকুড়া নয় পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।