eaibanglai
Homeএই বাংলায়শিল্প কর্মের মধ্য দিয়ে জননী রূপী দেবীকে আবাহন

শিল্প কর্মের মধ্য দিয়ে জননী রূপী দেবীকে আবাহন

সংবাদদাতা,বাঁকুড়া:-আকাশে কালো মেঘ, তার উপর নিম্নচাপের দরুণ মাঝে মধ্যেই ঝম ঝমিয়ে হচ্ছে বৃষ্টি। শরতের নীল আকাশ কোথায় যেন উধাও। যদিও উমার আগমনী বার্তা পৌঁছে গেছে শিল্পীর মননে। আর তাতেই শিল্পীর শিল্প সত্তায় ফুটে উঠেছে জননী মা দুর্গা।

একটি ৭ ইঞ্চি লম্বা ছোট্ট বোতলের মধ্যে কার্তিক-গণেশ এবং একটি শিশু নিয়ে বিরাজ করছেন মা দুর্গা। এদিকে বোতলের মুখটি একটি এক টাকার কয়েনের থেকেও ছোট। মা দুর্গার থিমে এরকমই একটি বটল আর্ট বা বোতল শিল্প করে নজর কেড়েছেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বহুদিন যাবত চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্প নিয়ে কাজ করছেন বাঁকুড়ার এই শিল্পী। এবার ‘জননী মা দুর্গা” এই থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীকে। এবার বোতলবন্দী করলেন মা দুর্গাকে। ।

বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, প্রায় ২০-২৫ দিন ধরে একটু একটু করে কাজটা করতে হয়েছে। কারণ একভাবে অনেকক্ষণ ধরে এই কাজ করা যায় না। সূক্ষ্ম কাজ হওয়ায় চোখের উপর খুব চাপ পড়ে। ছোট্ট একটি বোতলের মুখ দিয়ে, একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটি। মূর্তিটি শুরু করা হয় পা থেকে। পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পীকে মূর্তিটি তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। শুধু মায়ের মূর্তি নয়, রয়েছেন কার্তিক-গণেশ শিশুরূপে। মায়ের কোলে রয়েছেন একটি শিশুও। শুধু তৈরি করাই নয়। ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে।

সাধারণত আগমনী গান গেয়ে বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা দুর্গাকে মর্তলোকে আবাহন করা হয়। যদিও বাঁকুড়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জননী রূপী দেবীকে আহ্বান জানাতে বেছে নিয়েছেন তাঁর এই শিল্পকর্মকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments