সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিএসএনএলের ৫জি আধুনিকীকরণের দাবিতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ১২ ঘণ্টা অনশন করলেন অশ্বিনী কুমার সিংহ বলে এক ব্যক্তি। নিজেকে অহিংসাবাদী সোশ্যাল রিফর্মার দাবি করে বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে বিভিন্ন জায়গায় অবস্থান অনশন করেছেন তিনি। সোমবার গঙ্গাজলঘাটিতে সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অনশন করেন তিনি।
তাঁর এই অনশন নিয়ে অশ্বিনীবাবু বলেন, “এখন ডিজিটাল মোবাইল ফোনের যুগ। মোবাইলে ইন্টারনেট পরিষেবা না থাকলে কোনো প্রকার সরকারি পরিষেবা বা সরকারি সুযোগ সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই বর্তমান সময়ে মোবাইলে ইন্টারনেট পরিষেবা একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ইন্টারনেট পরিষেবার দিন দিন মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই মূল্য বৃদ্ধি রোখা খুবই প্রয়োজন। তার জন্য সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে ৫জিতে আপগ্রেড করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া খুবই প্রয়োজন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কথা না ভেবে সরকারি এই সংস্থাকে বেসরকারি পুঁজিপতিদের হাতের তুলে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।” তারই বিরোধীতায় এই অনশন বলে জানান অশ্বিনী কুমার সিংহ। পাশাপাশি এই বিষয়ে সাধারণ মানুষকে পথে নেমে আন্দোলনের আহ্বান জানান তিনি।
তাঁর এদিনের অনশন মঞ্চে আরএসএস প্রধান মোহন ভাগবত এর ছবি যেমন ছিল তেমনি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী ,কাজী নজরুল ইসলাম, কার্ল মাক্স, আম্বেদকরের ছবি।