eaibanglai
Homeএই বাংলায়দশ বছর ধরে জমে থাকা ৫৭ টি হাতির দাঁত নষ্ট করা হল

দশ বছর ধরে জমে থাকা ৫৭ টি হাতির দাঁত নষ্ট করা হল

সংবাদদাতা, বাঁকুড়াঃ– মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় বন দফতরের কড়া নজরদারিতে দশ বছর ধরে জমে থাকা প্রায় ৫৭ টি হাতির দাঁত নষ্ট করা হল। একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর। প্রসঙ্গত ২০২৩ সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই মৃত হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই। সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বনবিভাগ যৌথ ভাবে বাঁকুড়ায় সংগৃহিত ৫৭ টি হাতির দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। এদিন বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে দাঁতগুলি নষ্ট করার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য দলমা পাহাড় থেকে খাবারের খোঁজে প্রতিবছর বাঁকুড়ায় হাজির হয় হাতির দল। বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায়। বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু একটি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারনে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায়। বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ওই দাঁত নিয়ে যাতে চোরা কারবার না হয় তাই হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে। গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট ৫৭ টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments