eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা

বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা

সৌমী মন্ডল, বাঁকুড়া:- বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় গত ১১ ই আগষ্ট বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অঙ্কনে ১৭০ জন ও যোগাসনে ১৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রসঙ্গত বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের প্রাণপুরুষ শম্ভুনাথ মল্লিকের স্মরণে প্রতিবছর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংঘের প্রধান উপদেষ্টা তথা বিশিষ্ট চিকিৎসক ডা. অমিতাভ চট্টরাজ। উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দীপক ঘোষ, সম্পাদক সৌরভ বসু, রাজ্য সংস্থার প্রতিনিধি বিশ্বজিৎ সেনগুপ্ত সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।

অঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগ ছিল। বিভিন্ন বিভাগে প্রথম হন সম্যক দালাল, শরন্যা সুঁই, তোর্সা দাস মোদক ও সিঞ্জন দে। অন্যদিকে যোগাসনে বিভিন্ন বিভাগের সফল প্রতিযোগীরা হলেন সুরজ চন্দ্র, অদ্রিজা সাহানা, সমাপ্তি সেন, নিশা রুদ্র, সেখ হিদায়েত, সমৃদ্ধি পরামানিক ও সনিয়া গরাই।

উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজোরিয়া, জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য, প্রধান শিক্ষক অনিমেষ চৌধুরী।

ডা. চট্টরাজ বলেন- বিনা ওষুধে সুস্থ ভাবে বেঁচে থাকার আর এক নাম হলো যোগ। কেউ যদি নিয়মিত যোগ অভ্যাস করে থাকেন তাহলে তিনি রোগে আক্রান্ত হবেন না। আজকের দিনে যোগ চর্চার বিশেষ প্রয়োজন। শিশু বয়স থেকেই যোগ চর্চার জন্য অভিভাবকদের উদ্যোগী হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সংঘের কার্যকরী সভাপতি রবীন মন্ডল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments