সংবাদদাতা,বাঁকুড়াঃ- বর্তমান সময়ের ছোটরা জন্মের প্রায় পর থেকেই মোবাইলে কার্টুন দেখতে অভ্য়স্ত। এরপর বড় হওয়ার সাথে কার্টুনের সাথে সাথে মোবাইল গেম এমনকি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও দেখতে শুরু করে তারা। এই দেখাই একসময় নেশায় পরিণত হয়। তাই এই সময়ের শিশুরা, ছোটরা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করা বা খেলাধূলা করা প্রায়ই ভুলেই গেছে। স্কুল ও টিউশনের ফাঁকে সময় পেলেই তারা বসে পড়ে মুঠোফোন নিয়ে সময় কাটাতে। আর মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা এই ছোটদের মাঠমুখী করতে উদ্যোগ নিল বর্তমান প্রজন্মেরই একদল যুবক। কচিকাঁচাদের নিয়ে বিনে পয়সার ফুটবল প্রশিক্ষণ শুরু করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মেটেপাতন গ্রামের স্বরূপ স্মৃতি সংঘ ক্লাব। গত একবছর ধরে এই প্রশিক্ষণ শিবির চালাচ্ছে তারা। আর তাতে ভালো সাড়াও পাচ্ছেন ক্লাবের যুবকরা। বর্তমানে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ছোটরাও প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছে। বর্তমানে সব মিলিয়ে প্রায় ৭০ থেকে ৭৫ জন এই প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি এই প্রশিক্ষণ শিবিরের ছেলেমেয়েরা জেলা পর্যায়ে খেলাতে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে তারা রাজ্য ছাড়িয়ে এদিন দেশের হয়ে খেলবে বলে আশা করছেন মেটেপাতন স্বরূপ স্মৃতি সংঘের যুবক সদস্যরা।