নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনা বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভা এলাকার। মৃত দুজনের নাম অবিনাশ মণ্ডল (৫০) ও অভিজিৎ মণ্ডল (২৫)। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাছ ব্যবসায়ী অবিনাশ মণ্ডল ছেলেকে সঙ্গে নিয়ে সোনামুখী বাজারে মাছ কিনতে এসেছিলেন। সেখানে মাছ কেনা হয়ে গেলে সোনামুখী পৌরসভা এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়ান। চা খেতে গিয়ে যে এহেন ভয়াবহ ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করতে পারেন নি তারা। দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার সময় আচমকায় একটি মালবাহী ম্যাজিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান মাছ ব্যবসায়ী অবিনাশ মণ্ডল ও তার ছেলে অভিজিৎ মণ্ডল। ঘটনায় গুরুতর জখম হন অশোক বাগদি নামে আরও এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনামুখী হাসপাতাল এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে সোনামুখী পুরসভা এলাকায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত দুজনের দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে একইদিনে বাঁকুড়ার সারেঙ্গায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। জানা গেছে, ওই ব্যক্তি বৃহস্পতিবার বাইকে চেপে চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি রান্নার গ্যাস বোঝাই গাড়ি দ্রুত গতিতে বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এলাকার বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পকেট থেকে একটি আধার কার্ড উদ্ধার হয়েছে যাতে নগেন্দ্রনাথ হেমব্রম নামে কদমাগড়ের এক ব্যক্তির না রয়েছে, তবে ওই কার্ডের ব্যক্তিই মৃত ব্যক্তি কি না সেবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।