সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভিন রাজ্যে কর্মরত বন্ধুকে স্টেশন থেকে আনতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মৃত দুই যুবকের নাম মহাদেব মণ্ডল (২৪) ও সুমন রায় (১৯)। দুই যুবকই তালডাংরার বাঁশকোপা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার ব্রাহ্মণডাঙ্গা যাত্রী প্রতিক্ষালয়ের নিকট তালডাংরা-পাঁচমুড়া রাজ্য সড়কের উপর।
জানা গেছে, বাঁশকোপা গ্রামের বাসিন্দা মহাদেব মণ্ডল তার কর্মস্থল চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাঁকুড়া স্টেশনে ট্রেন থেকে নামেন। অন্যদিকে তাকে স্টেশন থেকে আনতে গিয়েছিলেন ওই গ্রামের ছেলে ও মহাদেবের বন্ধু বছর ১৯-এর সুমন রায়। দুজনে মিলে স্টেশন থেকে বাইকে করে গ্রামে ফেরার পথে তালডাংরার ব্রাহ্মণডাঙ্গা যাত্রী প্রতিক্ষালয়ের নিকট রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে থাকা তালডাংরা থেকে পাঁচমুড়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে। রাস্তাতেই লুটিয়ে পড়েন দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন রায়ের। গুরুতর জখম অবস্থায় মহাদেব মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘাতক গাড়িটিকে তালডাংরা থানার পুলিশ আটক করলেও গাড়ির চালক ও খালাসী পলাতক।
অন্যদিকে একইসঙ্গে অপ্রত্যাশিতভাবে দুই তরতাজা যুবকের এই মর্মান্তিক মৃত্যুয় ঘটনায় গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নামে।