সংবাদদাতা,বাঁকুড়াঃ– চিকিৎসার গাফিলাতিতে রোগী মৃত্যুর অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রতিবাদে বিক্ষোভ মৃতার পরিজনদের । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে।
জানা গেছে গত ৭ এপ্রিল প্রসব বেদনা নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বিষ্ণুপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মটুকগঞ্জ এলাকার বাসিন্দা তুলি দাস বাউরী। গতকাল বেলা দুটো নাগাদ তিনি এক শিশু সন্তানের জন্ম দেন। এরপর ওই প্রসূতি সুস্থই ছিলেন বলে দাবী তার পরিবারের। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
মৃতার পরিবারের দাবী চিকিৎসার গাফিলাতির কারনেই মৃত্যু হয়েছে ওই প্রসূতির। ঘটনার প্রকৃত তদন্ত ও কর্তব্যরত নার্সদের ভূমিকা খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল রাতেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হাসপাতাপ কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলাতির কথা মানতে চায়নি।