eaibanglai
Homeএই বাংলায়ব্যক্তির বাড়ি থেকে প্রায় হাজার বছরের প্রচীন মূর্তি উদ্ধার করল বিষ্ণুপুর প্রশাসন

ব্যক্তির বাড়ি থেকে প্রায় হাজার বছরের প্রচীন মূর্তি উদ্ধার করল বিষ্ণুপুর প্রশাসন

সংবাদদাতা,বাঁকুড়া:- গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় হাজার বছরের প্রচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করল বিষ্ণুপুর প্রশাসন। স্থানীয় প্রশাসন সূত্র খবর মূর্তিটি একটি ভগ্ন পূর্ন বিষ্ণু মূর্তি। যেটি সম্ভবত পাল ও সেন যুগের অর্থাৎ একাদশ দ্বাদশ শতকের এবং মূর্তিটির বয়স আনুমানিক ১০০০ বছর। ওজন ১০ থেকে ১২ কেজি। তাদের অনুমান এই প্রস্তর ভাস্কর্যটি ক্লোরাইড পাথরের । বর্তমানে এই মূর্তিটি বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পুরাকৃতি ভবনে রাখা হবে।

ঘটনা সূত্রে জানা যায় উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের ডিহর গ্রামের এক ব্যক্তি দারকেশ্বর নদে বিষ্ণু মূর্তিটি পড়ে থাকতে দেখে সেটি বাড়িতে নিয়ে যায়। ওই ব্যক্তি বিষয়টি গোপন রাখলেও প্রাচীন মূর্তি উদ্ধারের কথা জানাজানি হতে সময় লাগেনি। খবর যায় প্রশাসনের কাছেও। এরপরই বিষ্ণুপুরের মহকুমা শাসক মূর্তি উদ্ধারের উদ্যোগ নেন। ওই ব্যক্তির বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠান তিনি। যে দলে বিষ্ণুপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, বিষ্ণুপুর যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। অবশেষে তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে মূর্তিটিকে উদ্ধার করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments