সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত ১৮ তারিখ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মচ্ছল সেক্টরে টহল দেওয়ার সময় তুষার ঝড়ে মৃত্যু হয় তিন সেনা জওয়ানের। এই ঘটনায় শহীদদের মধ্যে একজন বাঁকুড়ার ওন্দার খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা, নাম শৌভিক হাজরা। মাত্র ২২ বছর বয়সী শৌভিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।
জানা গেছে ২০১৯ সালে কলেজে পড়াকালীনই শৌভিক সেনাবাহিনীতে যোগ দেন। সম্প্রতি ছুটি কাটিয়ে তিনি ফের কাশ্মীরে কর্মক্ষেত্রে ফিরেছিলেন। ছোটবেলায় মাত্র ৫ বছর বয়সে মাকে হারিয়ে খামারবেড়িয়া গ্রামে মামাবাড়িতেই বড় হন তিনি।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে,শুক্রবার মচ্ছল সেক্টরে ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা টহলদারির দায়িত্বে ছিলেন। সেই সময় হঠাৎ তুষার ধস নামলে, নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাননি টহলরত সেনা জওয়ানরা। চাপা পড়ে যান ভয়ঙ্কর তুষার ধসের মধ্যে। দীর্ঘক্ষণের চেষ্টার পর ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে তিনজনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার শহিদ সেনা জওয়ান শৌভিক হাজরার দেহ ওন্দার খামারবেড়িয়ার বাড়িতে নিয়ে আসা হবে।