সংবাদদাতা,বাঁকুড়াঃ– ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের মামলায় বোনের পাশে দাঁড়ানোয় তুতো দাদাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম শ্যালক দিলীপ দোলুই কলকাতার পি.জি হাসপাতালে চিকিৎসাধানী। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার তাজপুর গ্রামের।
জানা গেছে অভিযুক্ত ভগ্নিপতি চিন্ময় মালিক হুগলির আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালীপুরের বাসিন্দা। অভিযোগ মঙ্গলবার রাতে কোতুলপুরের তাজপুরে শ্বশুরবাড়ির গ্রামের অর্তকিতে বন্দুক নিয়ে হামলা চালায় চিন্ময় এবং স্ত্রীর তুতো দাদা দিলীপ দোলুইকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে চম্পট দেয়। দিলীপ দোলুইয়ের তলপেটে গুলি লাগে। তড়িঘড়ি তাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে বছর দশ-বারো আগে আরামবাগের কালীপুরের বাসিন্দা চিন্ময় মালিকের সঙ্গে কোতুলপুরের তাজপুর গ্রামের মৌসুমী মালিকের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান থাকার পরেও ফের বিয়ে করে চিন্ময় মালিক। এই ঘটনার পর তার স্ত্রী মৌসুমী মালিক বাপের বাড়ি চলে আসেন বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। আর আইনী লড়াই চালাতে বোনের পাশে দাঁড়ান সৌসুমী মালিকের তুতো দাদা দিলীপ দোলুই। আর সেই আক্রোশেই এই খুনের চেষ্টা বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে যায় কোতুলপুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।