eaibanglai
Homeএই বাংলায়মহা সমারোহে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহোৎসব পালিত

মহা সমারোহে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহোৎসব পালিত

সংবাদদাতা,বাঁকুড়াঃ– রবিবার সোনামুখী সৎসঙ্গ বিহার কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব পালিত হল মহা সমারোহে । এদিন ভোর পাঁচটায় ঊষা কীর্তনের মাধ্যমে শুরু হয় মহোৎসবের অনুষ্ঠান। এরপর সমবেত প্রার্থনা , নাম জপ, শ্রীশ্রীঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ সহ নানা অনুষ্ঠান একে একে অনুষ্ঠিত হতে থাকে। সকাল ন’টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সোনামুখী শহর পরিক্রমা করে। বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে ভান্ডারার আর প্রসাদ বিতরণ।

হাজার হাজার ভক্ত এদিন সোনামুখী সৎসঙ্গ বিহারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থান থেকেও অগণিত মানুষ এদিনের জন্মোৎসব অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত সোনামুখীর এই সৎসঙ্গ বিহার কেন্দ্রটি এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে সারবছরই এখানের টানে ভক্তরা ছুটে আসেন। তাই সোনামুখীর এই সৎসঙ্গ বিহারকে দ্বিতীয় দেওঘর বলা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments