eaibanglai
Homeএই বাংলায়আবাস যোজনার সমীক্ষায় নাম বাদ, আশাকর্মীকে মারধরের অভিযোগ

আবাস যোজনার সমীক্ষায় নাম বাদ, আশাকর্মীকে মারধরের অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার আবাস যোজনার সমীক্ষায় উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়ায় সমীক্ষার কাজে যুক্ত আশাকর্মীকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত ওই আশাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে বাঁকুড়ার এক নম্বর ব্লকের পচিরডাঙ্গা গ্রামে আবাস যোজনার সমীক্ষার কাজ করেছিলেন স্থানীয় আশা কর্মী আসমিরা বেগম ও মাধবী দত্ত ও লতিকা দত্ত । সমীক্ষার পর আবাস যোজনার তালিকা থেকে বেশ কয়েকজন উপভোক্তার নাম বাদ পড়ে। অভিযোগ এরপরই ওই বাদ পড়া উপভোক্তাদের পরিবারের মহিলারা সোমবার আশা কর্মী আসমিরা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পীর বাবার মন্দির সংলগ্ন এলাকায় মারধর করে। ঘটনায় গুরুতর জখম হন ওই আশা কর্মী। সন্ধ্যায় আহত ওই আশা কর্মীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে এদিন হাসপাতালে আহত আশা কর্মীর সাথে দেখা করে তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। বিধায়কেরও দাবী তৃনমূলের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকারা করছে ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। যদিও আহত ওই আশা কর্মীর দাবী আক্রমণকারীরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।

এদিকে আশা কর্মীর উপর আক্রমণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য আশা কর্মীরাও। ভুগছেন নিরাপত্তাহীনতায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments