eaibanglai
Homeএই বাংলায়দেশের সবকটি সরকারি ব্যাঙ্কের রেকর্ড মুনাফা

দেশের সবকটি সরকারি ব্যাঙ্কের রেকর্ড মুনাফা

সংবাদদাতা,বাঁকুড়া:– দেশের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করতে আরো বেশী করে সরকারি ব্যাঙ্কগুলির পাশে দাঁড়াতে হবে, ব্যাঙ্কগুলিকে মজবুত করতে হবে এবং গ্রাহক পরিষেবা উন্নত করতে স্থায়ী পদে নিয়োগ বাড়াতে হবে। বর্তমান অর্থনৈতিক টালবাহানার মধ্যেও দেশের সবকটি সরকারি ব্যাংক এই আর্থিক বছরে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। এই তথ্য তুলে ধরে শনিবার বাঁকুড়ার লালবাজারে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া অফিসার্স ইউনিয়নের ক্লাস্টার্স মিটে সরকারি ব্যাঙ্কগুলিকে শক্তিকরণের দাবি জানান সংগঠনের পূর্বাঞ্চল শাখার সাধারণ সম্পাদক এবং অল অন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাঙ্কের সর্ব ভারতীয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ সঞ্জয় দাস।

এদিন তিনি আরো বলেন এই পরিস্থিতিতেও রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলি ঘুরে দাঁড়িয়ে ১ লক্ষ ৪ হাজার ৭০০ কোটি টাকার মুনাফা করেছে। আর এই ঘটনাই প্রমাণ করে আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে একমাত্র রাস্তা হলো সরকারি ব্যাংকের ওপর আস্থা স্থাপন ও তাকে আরো মজবুত করা। যখন পৃথিবীর বড় বড় ব্যাংক যখন আর্থিক সংকটে ভেঙে পড়ছে সে সময় আবার সরকারি ব্যাংক প্রমাণ করলো তারা ছাড়া বিকল্প নেই।

সভার উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন যে গ্রাহক সেবা আরো ভালো করার জন্য কর্তপক্ষ কে বার বার বলা সত্ত্বেও তারা পর্যাপ্ত কর্মী নিয়োগ করছেন না। ব্যাংক বেসরকারিকরণের বিরোধিতা সহ গ্রাহক সেবার উন্নতি নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের সঠিক পথে পরিচালনার ভাবনা সহ ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণের জন্যই আজকের সভ্য।গত কয়েক বছরে ব্যবসা প্রচুর বেড়েছে কিন্তু লোক কমেছে। আজকে বেকারত্ব সমাধানে সরকারি ব্যাংকের শাখা আরো বেশি করার পরিবর্তে শাখা সংকোচন হচ্ছে তিনি বলেন বেসরকারিকরণের বাসনা একদম মুছে ফেলে সরকার কে এগিয়ে এসে সরকারি ব্যাংকিং ব্যবস্থাকে আরো মজবুত করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments