নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়ায় কয়লা খনিতে ধস। কয়লা খাদানে নেমে বেআইনীভাবে কয়লা চুরি করতে গিয়ে ধসের কবলে পড়ে প্রান হারালেন এক মহিলা সহ তিন জন। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের নাম বিশ্বনাথ, হাবল ও কোলি । স্থানীয় সূত্রে জানা গেছে, কোলিয়ারিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও অবৈধ ভাবে কয়লা তুলছিল তারা। সেইসময় কয়লার চাই ধসে পড়লে কয়লা খনিতে। এখনও যাদের খোজ পাওয়া যায়নি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বড়জোড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।