সংবাদদাতা, বাঁকুড়াঃ– শনিবার বিকেলে বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম দয়াময় দা,বয়স ২৬ বছর, বাড়ি উখড়াডিহিতে।
ঘটনাসূত্রে জানা যায় শনিবার বিকেলে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দয়াময় দা। সেই সময় গঙ্গাজলঘাটির দিক থেকে আসা একটি বড় লরির সাথে তার বাইকের সংঘর্ষ ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগীতায় তড়িঘড়ি আহত ওই বাইক আরোহীকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






		









                                    