সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হয়ে গেছে দলবদলের পালা। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের দেরিয়াপুরে শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন ধরালো বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি দেরিয়াপুরে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম থেকে ৩০ টি পরিবার বিজেপিতে যোগদান করেছে।
এদিন দেরিয়াপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই সভাতেই তৃণমূল ও সিপিএম থেকে ৩০ পরিবার বিজেতে যোগদান করে। যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সোনামুখী গ্রামীণ মণ্ডল ২ এর বিজেপি সভাপতি চঞ্চল সরকার ।
এদিনের দলবদল প্রসঙ্গে বিধায়ক দিবাকর ঘরামী বলেন, বিজেপি তথা নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়ে স্থানীয় তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক পরিবার।
যদিও এদিনের দল বদলের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল ও সিপিআইএম নেতৃত্ব।