eaibanglai
Homeএই বাংলায়ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়, কাঠগড়ায় বিজেপি নেতা

ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়, কাঠগড়ায় বিজেপি নেতা

সংবাদদাতা,বাঁকুড়া :- এবার দলীয় লেটার প্যাড ব্যবহার করে ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ উঠল বাঁকুড়ার এক বিজেপি নেতার বিরুদ্ধে। চাঁদার প্রাপ্তিস্বীকার লেখা সেই লেটার প্যাড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। শো কজ নোটিশ ধরানো হয়েছে অভিযুক্ত নেতাকে। তৃণমূলের কটাক্ষ এটাই বিজেপির সংস্কৃতি।

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক বিদের একটি দলীয় লেটার প্যাড ভাইরাল হয়েছে। যেখানে অশোক বিদ দলীয় কর্মসূচীর জন্য ধান্য মিল এসোসিয়েশান নামের একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ ২৫ হাজার টাকার প্রাপ্তি স্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে এই লেটার প্যাড ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবী এই ধরনের কোনো বিষয় দল সমর্থন করেনা। দলের তরফে অশোক বিদকে কারন দর্শাতে বলা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেতা চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবী ব্লক স্তরে দলীয় কর্মসূচী করার জন্য রাজ্য বা জেলা থেকে কোনো তহবিল দেওয়া হয়না। তাই চাঁদা বাবদ ওই অর্থ সংগ্রহ করতে হয়েছে। দলীয় রসিদ না থাকায় বাধ্য হয়ে লেটার হেডেই চাঁদার প্রাপ্তিস্বীকার করতে হয়েছে। এমনকি দলের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন বলেও দাবী করেছেন বিজেপি নেতা। পাশাপাশি প্রাপ্তিস্বীকার লেখা লেটার প্যাডটি নিজের দলেরই কর্মীরাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবী মিল মালিকদের কাছ থেকে চাঁদার নামে জোর করে ওই টাকা আদায় করা হয়েছে। বিজেপির নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত এটাই বিজেপির সংস্কৃতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments