সংবাদদাতা, বাঁকুড়াঃ– বাঁকুড়ার জনসভায় যোগ দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স জলে ফেলার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে ডান বাম সব রাজনৈতিক শিবির। বাদ যায়নি বিজেপিও। গ্রম বাংলার কোনায় কোনায় গিয়ে প্রচার চালাতে মরিয়া তারা। শুক্রবার আসান্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুল ময়দানে রাজ্যের শাসকদলের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছিল। যেখানে যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে খোলা মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “পঞ্চায়েত নির্বাচনে যদি চটি পড়া পুলিশ গিয়ে আপনার বুথ লুঠ করায়, বাইক বাহিনী দিয়ে লুঠ করায় তাহলে ধরবেন বক্স ফেলবেন পুকুরে। তোমারও নেই,আমারও নেই। এবারের পঞ্চায়েত গণতন্ত্র প্রতিষ্ঠার ডু ওর ডাই লড়াই।”
তবে পঞ্চায়েত ভোটের পূর্বে বিরোধী দলনেতার এই ধরনের গা গরম করা কথাবার্তা অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বিরোধী শিবিরকে, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ। এদিনের সভায় বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন,বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,জেলার একাধিক বিধায়কগন সহ জেলার অন্যান নেতৃত্বরা।