সংবাদদাতা,বাঁকুড়া:– পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিজেপির মণ্ডল সভাপতি সহ তিন বিজেপি নেতা গ্রেফতার। ঘটনা খাতড়া মহকুমার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের।
শুক্রবার বোর্ড গঠন ছিল খাতড়া মহকুমার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য দক্ষিণ বাঁকুড়ার একমাত্র এই গ্রাম পঞ্চায়েতেই একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন করে বিজেপি।
অন্যদিকে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দাস অভিযোগ করেন, বোর্ড গঠনের সময় অতর্কিতভাবে বিজেপি কর্মীরা তার ওপর হামলা চালায় এবং মাথায় আঘাত করে। বিষয়টি তিনি লিখিত ভাবে খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে খাতড়া থানার পুলিশ খাতড়া ২ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি আশিষ মাহাতো সহ তিন জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে। শনিবার তাদের খাতড়া মহাকুমা আদালতে পেশ করা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিকে এই গ্রেফতার নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাস এদিন বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কিছুদিন আগে আহত হয়েছিলেন তৃণমূলের ওই অঞ্চল সভাপতি, আবারো সেই তৃণমূলের লোকজনই তারপর হামলা চালিয়েছে। তৃণমূল বোর্ড গঠন করতে না পারায় এখন বিজেপি নেতা কর্মীদের মিথ্যা কেসে ফাঁসাচ্ছে।