eaibanglai
Homeএই বাংলায়বিজেপির বাইক র‍্যালি আটকানোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বিজেপির বাইক র‍্যালি আটকানোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- হর ঘর তিরঙ্গা কর্মসূচির বাইক র‍্যালি আটকানোর অভিযোগ উঠল বাঁকুড়া পুলিশের বিরুদ্ধে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চলতি বছরে দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। তারই অঙ্গ হিসাবে আজ বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকা থেকে শুশুনিয়া পর্যন্ত হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির ডাক দেয় বিজেপি। র‍্যালিতে শতাধিক বাইক আরোহী অংশ নেয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী র‍্যালি শুরুর মুখে পুলিশ তাদের ঘিরে ধরে। পরে ছাতনার বারবাঁকড়ার কাছে ছাতনা থানার পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ ওই র‍্যালি আটকাতে না পারায় শুশুনিয়ায় নিজেদের গন্তব্যে নির্দিষ্ট সময়েই পৌঁছে র‍্যালি। সেখানে র‍্যালিকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী এই রাজ্যের সরকার দেশের জাতীয় পতাকা নিয়ে র‍্যালিকেই বাধা দিচ্ছে। এতেই এই সরকারের মনোভাব পরিস্কার। অন্যদিকে কী কারনে র‍্যালি আটকানোর চেষ্টা করা হয়েছিল সে ব্যাপারে মুখ খুলতে চাননি কোনো পুলিশ আধিকারিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments