সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়া জেলাশাসকের উল্টো জাতীয় পতাকা উত্তোলনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন বাঁকুড়ার মাচান তলায় জেলা শাসককে ধিক্কার জানিয়ে ও তার শাস্তির দাবিতে সরব হয় গেরুয়া শিবির।
প্রসঙ্গত গতকাল ১৫ অগস্ট বাঁকুড়া সংশোধনাগারে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ভারতের জাতীয় পতাকা উল্টো উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইআর। বিষয়টি তখনকার মতো জেলাশাসক সহ সকলের নজর এরিয়ে যায়। উল্টো পতাকার সামনেই জাতীয় সঙ্গীত পরিবেশন সহ সমগ্র অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে জেলাশাসক চলে যাওয়ার পর বিষয়টি নজরে আসে কারকর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে কারারক্ষীরাই উল্টো জাতীয় পতাকা নামিয়ে সঠিকভাবে পুনরায় তা উত্তোলন করেন।
বিষয়টি নিয়ে জেলাশাসকের কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। বর্তমান রাজ্য সরকার ও জেলা শাসককে কটাক্ষ করে গেরুয়া শিবির। গতকাল সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে বিজেপির বাঁকুড়ার জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে মাচানতলায় একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপি নেতৃত্ব দাবি করেন ওই ঘটনায় যেমন দেশমাতাকে অপমান করা হয়েছে তেমনি অপমান হয়েছে বাঁকুড়ার। পাশাপাশি জেলাশাসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুমকিও দেন বিজেপির জেলা সভাপতি।