সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে লাগানো হচ্ছে বিজেপির দলীয় পতাকা। পাত্রসায়েরের এমনই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ এড়িয়ে গেছে বিজেপি।
প্রসঙ্গত শনিবার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রামে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খান, সোনামুখী ও ওন্দার দুই বিজেপি বিধায়ক। অভিযোগ বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান উপলক্ষ্যে মুক্তাপুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের দিয়ে বিজেপির দলীয় পতাকা লাগানো হয় বিদ্যালয়ের গেটে। এরকমই একটি ভিডিও ক্লিপও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই সরব হয় স্থানী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
তৃণমূলের দাবি এলাকায় বিজেপির আর কোনো কর্মী নেই, তাই স্কুলের বাচ্চাদের চকলেটের লোভ দেখিয়ে দলীয় পতাকা লাগাতে হচ্ছে। এটাই বিজেপির কালচার বলে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান বিষ্ণুপুরের সাংসদ। এদিকে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি ওই ধরণের কোনো ঘটনা বিদ্যালয়ের মধ্যে ঘটেনি। তবে বিদ্যালয়ের বাইরে কোনো ঘটনা ঘটে থাকলে তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয়। পাশাপাশি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকের নজরে আনবেন বলেও দাবি করেন তিনি।



