সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার সিমলাপালের খড়খড়ির জঙ্গলে হাড়গোড় উদ্ধার অন্যদিকে গঙ্গাজল ঘাটির জঙ্গল থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনা ঘটল।
আজ সকালে গঙ্গাজল ঘাটির জঙ্গলে এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে মৃতের নাম পরিচয় জানা যায়নি।
অন্যদিকে সিমলাপাল থানা এলাকার পার্শ্বলা গ্রাম পঞ্চায়েতের খড়খড়ির গভীর জঙ্গল থেকে গতকাল কিছু হাড়গোড় উদ্ধার হয়। জানা গেছে স্থানীয়রা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই হাড় উদ্ধার করে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই হাড়গোড় কোনো মানুষ নাকি জীবজন্তর সে বিষয়টি কারোকাছেই স্পষ্ট নয়।