eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় শুরু হলো প্রথম বর্ষ 'বই বাজার'

বাঁকুড়ায় শুরু হলো প্রথম বর্ষ ‘বই বাজার’

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বর্তমান প্রজন্ম ক্রমশ বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে প্রতিটি গ্রন্থাগারেই পাঠক সংখ্যা কমছে। এই অবস্থায় বর্তমান যুব সমাজকে বইমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পাবশিলার্স অ্যাসোসিয়েশান। তারা জেলায় জেলায় বই মেলার আদলে ‘বই বাজারে’র আয়োজন করছে। তারই অঙ্গ হিসেবে বাঁকুড়ায় শুরু হলো প্রথম বর্ষ ‘বই বাজার’। চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

‘বই পড়ো বই কেনো’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এই ‘বই বাজার’। সোমবার শহরের বঙ্গ বিদ্যালয়ে অভিনব এই ‘বই বাজারে’র উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল। উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে রাজ্যের পাঁচটি জেলাকে ‘বই বাজারে’র জন্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগণার নৈহাটিতে শেষ হয়েছে ‘বই বাজার’। এরপর পর্যায়ক্রমে বাঁকুড়া, নদীয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদের বহরমপুর ও সবশেষে উত্তর বঙ্গের মালদায় ‘বই বাজার’ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments