সংবাদদাতা,বাঁকুড়াঃ- নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বেড়ে বিপত্তি। নদীর জলে সেতু ডুবে যাওয়ায় বন্ধ যাতায়াত। ফলে সাত কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলকে। পাশাপাশি কেউ অসুস্থ হলে তাকে ঘুরপথে দীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে যেতে হচ্ছে।
প্রসঙ্গত গত দুদিন ধরে টানা বৃষ্টির জের বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর জল বেড়ে ঘটেছে বিপত্তি। বাঁকুড়ার এক নম্বর ব্লকের পাতা কলা অস্থায়ী সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। ফলে পারাপার বন্ধ, বাঁশি গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার সহজ রাস্তাটি বন্ধ হয়ে গেছে। পাতা কলা সেতু জলে ডুবে যাওয়ায় এখন প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে যেতে হচ্ছে গ্রামবাসীদের। জানা গেছে এই গ্রাম থেকে চাষীরা সবজি নিয়ে বাঁকুড়া বাজারে যান বিক্রি করতে। তারাও বিপাকে পড়েছেন। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর নদের উপর একটি উঁচু ব্রিজের দাবি জানিয়ে আসছেন তারা। যাতে বর্ষা এলে গ্রামবাসীকে আর ভোগান্তিতে পড়তে না হয়। অভিযোগ সেই আবেদনে সাড়া দেয়নি প্রাশাসন। তাই প্রতিবছর বর্ষার সাথে সাথে ভোগান্তিও আসে। আর এই ভোগান্তির শেষ কবে কেউ জানেন না ।