eaibanglai
Homeএই বাংলায়'রাস্তাশ্রী-পথশ্রী'র শ্রী পৌঁছয়নি গ্রামে, রাস্তার দাবিতে ভোট বয়কট

‘রাস্তাশ্রী-পথশ্রী’র শ্রী পৌঁছয়নি গ্রামে, রাস্তার দাবিতে ভোট বয়কট

সংবাদদাতা, বাঁকুড়া:- চলতি বছরই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শুরু হয়ে গেছে প্রচার সহ নানা কর্মসূচি। এদিকে এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের সিদাগোড়া গ্রামের মানুষ। রাস্তার দাবিতে ইতিমধ্যেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসী। ‘রাস্তা দাও ভোট নাও’ এই স্লোগান তুলে ‘ভোট বয়কটে’র ডাক দিয়েছেন তারা। অন্যদিকে জেলার জঙ্গল মহলের আদিবাসী প্রধান এই গ্রামের এই ‘ভোট বয়কটে’র সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে শাসক শিবির।

পিছিয়ে থাকা সিদাগোড়া আদিবাসী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের সঙ্গে বহির্জগতের যোগাযোগের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন বেহাল। অথচ ওই রাস্তা দিয়েই গ্রামের মানুষকে নিত্য যাতায়াত করতে হয়। এমনকি ছাত্র ছাত্রীদের স্কুল, কলেজ যেতেও ভরসা ওই একটি মাত্র রাস্তা। গ্রামবাসীদের দাবি প্রায় দশ বছর ধরে মাটির ওই রাস্তা সংস্কারের আবেদন প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনও লাভ হয়নি।

সম্প্রতি ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্য জুড়ে ‘রাস্তাশ্রী’ ও ‘পথশ্রী’ প্রকল্পের সূচণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের ২২ টি জেলার প্রতিটি পঞ্চায়েত জুড়ে বিশাল কর্মকাণ্ড চলবে। প্রায় ১২০০০ কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কারের হবে। যেখানে শুধু বাঁকুড়া জেলাতেই ৬৪৪ কিলোমিটার গ্রামীন রাস্তা তৈরির কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ব্রাত্য এই আদিবাসী গ্রাম। যেখানে গ্রামের প্রধান রাস্তাটিই কাঁচা রাস্তা। তাই শাসক দলের নেতাদের গালভরা প্রতিশ্রুতিতে আর ভুলতে চাইছে না এই গ্রামের মানুষ। আর তাই পঞ্চায়েত ভোটের আগে গ্রামের দেওয়ালে রাজনৈতিক দল গুলির প্রতীক সহ প্রচার নয় বরং ভোট বয়কটের ডাক দিয়ে দেওয়াল ভরানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments