eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় অভিষেকের 'নবজোয়ার' কর্মসূচী ঘিরে বিতর্ক

বাঁকুড়ায় অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচী ঘিরে বিতর্ক

সংবাদদাতা, বাঁকুড়া :– সিবিআই-এর জেরার মুখোমুখি হয়ে সোমবারই বাঁকুড়ার ইন্দাস থেকে নতুন উদ্যমে দ্বিতীয় দফায় ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন তার কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তার কর্মসূচী নিয়ে শুরু হয় বিতর্ক। কারণ তার এই কর্মসূচীর কারণে বাতিল হয়ে যায় বিষ্ণুপুর রামানন্দ কলেজের সোম ও মঙ্গলবারের পূর্বনির্দ্ধারিত সমস্ত পরীক্ষা। কারণ হিসেবে কলেজের প্যাডে অধ্যক্ষা সোমা ঘোড়ই স্বাক্ষরিত তারিখ বিহীন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেকেণ্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে’র নির্ধারিত রুটিন অনুযায়ী ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলির ডেট পিছিয়ে দেওয়া হলো। ২৪ মে তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলি আবার হবে।” বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আইসি-র কাছ থেকে চিঠি পেয়েই তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন।”

আর এই পরীক্ষা বাতিল নিয়ে ‘নবজোয়ার’ কর্মসূচী ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস এই পরীক্ষা বাতিল নিয়ে প্রশ্ন তুলে বলেন, “স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেতোনা? রামানন্দ কলেজের এই ঘটনা আরো একবার প্রমাণ করলো শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে।”

প্রসঙ্গ, এই প্রথমবার নয়, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে গত ১৭ ফেব্রুয়ারী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একইভাবে আন্ডার গ্র্যাজুয়েট ও পোষ্ট গ্র্যাজুয়েটের প্রথম বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছিল।

অন্যদিকে এদিন নতুন করে কর্মসূচিতে যোগ দিয়ে ইন্দাসে তৃণমূলের সভায় যোগ দিতে গিয়ে বজ্রাঘাতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য এবং আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী দিনে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য গত ৩০ শে এপ্রিল ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় উপস্থিত হয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর। পাশাপাশি আহত হয়েছিলেন ৫০ জন তৃণমূল কর্মী। তৃণমূল কংগ্রেস দলের তরফে মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতাও করা হয়েছিল। এরপর এদিন দলের সেকেন্ড ইন কমান্ড নিজে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন। দলের শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়ে স্বভাবতই খুশি মৃতের পরিবার ও আহত তৃণমূল কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments