সংবাদদাতা,বাঁকুড়া:- হাসপাতালের ঠিকা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোভিড কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলনে নামলেন বিষ্ণুপুরের বঞ্চিত কোভিড কর্মীরা। বুধবার সকাল থেকে নিজেদের দাবিকে সামনে রেখে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত কোভিড কর্মীরা।
বিক্ষোভরত কর্মচ্যুত কোভিড কর্মীদের অভিযোগ করোনাকালে জীবন হাতে নিয়ে সেবা দিয়েও হাসপাতালে ঠিকা শ্রমিক হিসেবে নিয়োগ থেকে বঞ্চিত তাঁরা। প্রসঙ্গত করোনার বাড়বাড়ন্তে সময় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন ঠিকা সংস্থার মাধ্যমে কোভিড কর্মী হিসেবে নিযুক্ত হন ৪০ জন ঠিকা কর্মী। সামান্য মাসিক ভাতার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসায় সাহায্য করেন । চলতি বছরের মার্চ মাসে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ায় তাদের কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি তাঁরা জানতে পারেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকা সংস্থার মাধ্যমে ঠিকা কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। এরপরই আন্দোলনে নামেন কর্মচ্যুত কোভিড কর্মীরা। আন্দোলনকারীদের দাবি হাসপাতালে ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হোক। হাসপাতালের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভের পাশাপাশি আন্দোলনকারীরা লিখিতভাবে তাঁদের দাবিপত্র পাঠান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় মহকুমা প্রশাসন, বিধায়ক ও বিষ্ণুপুর পুরসভা কর্তৃপক্ষের কাছে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হাত থাকেনা। তাই এক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।