সংবাদদাতা,বাঁকুড়া:- গরুপাচার চক্রের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক থেকে গ্রেফতার আন্তঃজেলা গরুপাচার চক্রের ৬ জন। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, গত মাসখানেক ধরেই বাঁকুড়া জেলায় লাগাতার গরু চুরির ঘটনা ঘটছিল। কিছুদিন আগে বাঁকুড়া কোতুলপুর থানার এক গ্রাম থেকেও একাধিক বাড়ি থেকে গরু উধাও হয়ে যায়। শুধু তাই নয় বাঁকুড়া, ছাতনা এবং কোতুলপুর থানা এলাকাতে ক্রমাগত গরু চুরির অভিযোগ পুলিশের কাছে আসতে থাকে। এই তিন থানায় গরু চুরির একাধিক অভিযোগও দায়ের হয়। বিষয়টির গুরুত্ব বুঝে নড়চড়ে বসে জেলা পুলিশ। ডিএসপি ডিএনটির নেতৃত্বে ওই তিনটি থানার ওসি, আই সি এবং অফিসারদের নিয়ে গঠিত হয় বিশেষ তদন্ত দল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা নিবাসী দুষ্কৃতীদের গ্যাং এই গরুচুরি চক্রে জড়িত। রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলীর প্রত্যন্ত গ্রামগুলিতে ৫-৬ জনের গ্যাং এক একটি গ্যাং অপারেশন চালায় ও গরু চুরি করে নিজেদের ডেরায় নিয়ে যায়। পরে ওই গরুগুলিকে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। এরপরই সূত্র মারফত খবর পেয়ে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখাতে শুরু করে পুলিশের বিশেষ তদন্তকারী দল। এবং অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক এলাকা থেকে হাতেনাতে ৬ দুষ্কৃতীকে ধরে ফেলে। এই গরু পাচার চক্রের সঙ্গে বড় কোনও পাচার চক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।