সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : ‘হাউস ফর অল’ তালিকাভূক্ত সমস্ত মানুষকে বাড়ি, সংশ্লিষ্ট কাউন্সিলরকে না জানিয়ে তার এলাকায় কোন কাজ না করা, শহরের গলি রাস্তা ও নালা তৈরী, জলসরবরাহ প্রকল্পের তালিকা প্রকাশ, শ্রমিক কর্মচারীদের সরকার ঘোষিত ন্যুনতম মজুরি সহ ২১ দফা দাবীতে বাঁকুড়া পৌরসভায় ডেপুটেশন দিল বামফ্রন্ট। মঙ্গলবার বাঁকুড়া শহর বামফ্রন্টের ব্যানারে এই ডেপুটেশন কর্মসূচীতে পৌর নাগরিকরা সাধারণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলা হয়। একই সঙ্গে বিরোধী কাউন্সিলরদের সম্পূর্ণ অন্ধকারে রেখে সর্বদলীয় সভা না ডেকে একতরফাভাবে হকার উচ্ছেদের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলা হয়, হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্পে তিনি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে নিজের দলের কর্মীদের ঐ সুযোগ দিচ্ছেন। বাড়িতে জলের সংযোগ বন্ধের পাশাপাশি তৃণমূল কাউন্সিলদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে বাঁকুড়া শহর বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ১০০ দিনের কাজ প্রকল্পে শহরের বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করানো হচ্ছে। একই সঙ্গে পৌরসভায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, বস্তীবাসিদের শৌচালয়, শহরকে প্লাষ্টিক মুক্ত করার দাবীও এদিন জানানো হয়।