সংবাদদাতা, বাঁকুড়াঃ– সি পি এমের প্রাক্তন সদস্য যোগ দিলেন বিজেপি-তে। পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে শক্তি বাড়ালো বিজেপি।
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে সি পি আই এম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন আশীষ কুমার বাগাল। যদিও সি পি এমের দাবী, দীর্ঘদিন (২০১৮ সাল থেকে) ওনার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। বর্তমানেও তিনি সি পি আই এমের কোন দলীয় পদে নেই বলেও জানা গেছে । বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বিজেপির সারেঙ্গা মন্ডল ২ সভাপতি সুমন ব্যানার্জি বিজেপির দলীয় পতাকা তুলে দেন তার হাতে। এই যোগদান অনুষ্ঠানে মন্ডল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্বরা।
এক সময় বাম ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সি পি এমের প্রাক্তন সদস্য আশীষ কুমার বাগালের দাবী, বর্তমান শাসক দলের অপশাসন ও দূর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই তিনি বিজেপিকে বেছে নিয়েছেন। এদিনের যোগদান নিয়ে বিজেপির সারেঙ্গা মন্ডল ২ সভাপতি সুমন ব্যানার্জির বলেন, বর্তমান শাসক দলের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে মানুষ বিজেপি তে আসছেন। তবে সি পি এমের সারেঙ্গা এরিয়া কমিটির সম্পাদক সত্য নারায়ন মল্লের দাবী এক সময় ছাত্র রাজনীতি ও পরবর্তীকালে পার্টির সদস্য থাকলেও দীর্ঘদিন পার্টির সাথে যোগাযোগই নেই আশীষ কুমার বাগালের। ফলে তার এই যোগদান দলে কোনও প্রভাব ফেলবে না। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যোগদানকে নিজেদের শক্তিবৃদ্ধি হিসেবই দেখছে।