নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ— বাঁকুড়ার তিলুড়ি অঞ্চলের টি.এ.এস.ডি. পি.সি. প্রতিবছরই দুর্গোৎসব উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের দুর্গোৎসব উপলক্ষ্যে ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সাত দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত,নৃত্য, যাত্রাপালা, ধুনুচি নৃত্য ইত্যাদি। উল্লেখ্যযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে ছিল ডিম্পি ডান্স গ্রুপের নৃত্য পরিবেশন, ভিনদেশী ব্যান্ডের শ্রাবয়িতা, আবির এবং সৌমজিৎ এর মনোগ্রাহী সংগীত পরিবেশন, ফানুস ব্যান্ড, মা তারা মিউজিক্যাল একাডেমি, যাত্রাপালা ‘চেনা পৃথিবীর অচেনা মানুষ’ ইত্যাদি। সাতদিন ব্যাপীএই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর আনন্দে মেতে উঠেন তিলুড়ি ও তৎসংলগ্ন অঞ্চলের এলাকার মানুষজন।