eaibanglai
Homeএই বাংলায়ফিল্মি কায়দায় সাইবার প্রতারণা চক্রের হদিশ

ফিল্মি কায়দায় সাইবার প্রতারণা চক্রের হদিশ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ফিল্মি কায়দায় কুরিয়ার বয় সেজে ধাওয়া করে বড়োসড়ো সাইবার প্রতারণা চক্রের হিদশ পেল বাঁকুড়া পুলিশ । বাঁকুড়া জেলা পুলিশের তরফে ডি.এস.পি ডি এন্ড ডি সুপ্রকাশ দাস একটি সাংবাদিক সম্মেলন করে ঘটনার কথা জানান। ঘটনায় প্রতারণা চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে প্রচুর মোবাইল, সিম কার্ড, ল্যান্ডফোন এবং কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তুলে পরবর্তী তদন্তের জন্য রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে গত জুলাই মাসে বাঁকুড়া জয়পুর থানায় রাহুল বটব্যাল নামে জনৈক ব্যক্তি মোবাইলের টাওয়ার বসানোর নামে ১৬ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া পুলিশ এবং গত জুলাই মাসে সাতজনের একটি প্রতারক চক্র কে গ্রেপ্তার করে। সেই সাতজনের সূত্র ধরে পুলিশ আরো তদন্ত শুরু করে এবং জানতে পারে হাওড়া শ্যামপুর থানা এলাকার বাসিন্দা দেবাশীষ পাল নামক এক ব্যক্তি অভিযোগকারী জয়পুরের রাহুল বটব্যালকে প্রতারণার সঙ্গে জড়িত। পুলিশ আরও জানতে পারে দেবাশীষ পাল প্রত্যেক মাসে দুটো তিনটে করে অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন সিম কার্ড নিজের নামে ইস্যু করে কল সেন্টারে কুরিয়ারের মাধ্যমে দমদমে পাঠিয়ে দিতো। সেখান থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা পেতো। আর ওই কল সেন্টার থেকেই চলত জালিয়াতি চক্র। বাঁকুড়া জেলা পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক কুরিয়্যর বয় সেজে এক মহিলার হাতে নথি গুলি তুলে দিয়ে সেই মহিলাকে ফলো করে দমদম মসজিদ গলি বলে এলাকায় ওই কল সেন্টারের হদিশ পায় এবং রেড করে চারজন কে গ্রেপ্তার করে।

ওই চক্রের কে মাস্টারমাইন্ড এবং আরও কে কে জড়িত, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলানো হচ্ছে বলে এদিন জানান জানান ডি.এস.পি ডি এন্ড ডি সুপ্রকাশ দাস। ধৃত চার জনকে জেরা করে ওই চক্রের আরও অনেক গুপুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে আশা করছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments