সংবাদদাতা,বাঁকুড়া :- বিষ্ণুপুর পুরসভার এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। গাড়ির সাইড দেওয়া নিয়ে বচসার জেরে স্থানীয় এক গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় অসুস্থ চালক ভর্তি হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে গাড়ির সাইড দেওয়া নিয়ে বিষ্ণুপুর পুরসভার ইঞ্জিনিয়ার সোমনাথ রায়ের সাথে বচসা হয় অপর একটি ভাড়া গাড়ির চালক শান্তিনাথ মালের । অভিযোগ সেই সময় সোমনাথ রায় গাড়ি থেকে নেমে গাড়ি চালক শান্তিনাথ মালকে বেধড়ক মারধর করেন। মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই গাড়ি চালক। রাতে কোনোক্রমে তিনি বাড়ি ফিরলেও সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গাড়ি চালক শান্তিনাথ মালের অভিযোগ গাড়ির ইন্ডিকেটার না দিয়ে সোমনাথ রায় মোড় ঘুরছিলেন। সেই কথা বলতে গেলে তিনি উল্টে চড়াও হন ও মারধর করেন। অন্যদিকে অভিযুক্ত ইঞ্জিনিয়ার সোমনাথ রায় বেধড়ক মারধরের অভিযোগ অস্বীকার করলেও চড় মারার কথা স্বীকার করে নেন। তাঁর দাবী বচসার সময় শান্তিনাথ মাল তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তিনিও ধাক্কা দিয়েছিলেন। মারধর করা হয়নি।