শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- বাঁকুড়ায় পর পর দেওয়াল চাপা মৃত্যু যেন মিছিল। গতকালের পর রবিবার ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ঘটনা ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামের। মৃতার নাম পুরবী হাঁসদা। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পুরবী হাঁসদা। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দাবী আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্বেও বাড়ি না পাওয়াতেই এই দুর্ঘটনা।
অন্যদিকে গতকাল সকালে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাকাদহ বোড়ামারা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিনটি শিশুর- রোহন সর্দার(৫),নিশা সর্দার(৪) ও নিশা সর্দার(৩)। স্থনীয় সূত্রে জানা গেছে এদিন সকালে ওই তিন শিশু একসঙ্গে খেলা করছিল। সেই সময় হঠাৎ একটি মাটির দেওয়াল ভেঙে শিশুরা চাপা পড়ে যায়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দেওয়াল ধসে একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর।