সংবাদদাতা, বাঁকুড়াঃ– বাঁকুড়া শহরে ফের ডেঙ্গির প্রকোপ। একধাক্কায় আক্রান্তের সংখ্যা ছুঁল ৩৩। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করেছে বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত বাঁকুড়া পুরসভায় ডেঙ্গির হানা নতুন কোনও ঘটনা নয়। গত বছর বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি কার্যত মহামারীর আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় তিনশো। এবার বর্ষার শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ দেখা দেয় ১৯ নম্বর ওয়ার্ডে। কিন্তু গতবছর থেকে শিক্ষা নিয়ে শুরুতেই পদক্ষেপ করে পুরসভা ও স্বাস্থ্য দফতর। আর তাতে ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও শহরের অন্যত্র একে একে বাড়তে থাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার থেকে বাঁকুড়া ৭ নম্বর ওয়ার্ডে রীতিমত শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে পুরসভা। জ্বরে আক্রান্ত ১২ জনের রক্তের নমুনা পরীক্ষা করে ওই ওয়ার্ডে ৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণের নমুনা পাওয়া যায়। এরপরই আসরে নামে বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দফতর। যৌথ ভাবে এলাকায় অভিযান চালানো শুরু হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালাচ্ছেন। বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা বা বাড়িতে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুরসভার স্বাস্থ্য কর্মীরা। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমতো করার পাশাপাশি পুরসভার তরফে ঝোপ জঙ্গল পরিস্কারের কাজও শুরু করা হয়েছে।
অন্যদিতে ডেঙ্গির এই বাড়বাড়ন্তের মধ্যে পুরসভা ও স্বাস্থ্য দফতরের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।










