সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার বাঁকুড়ায় সারেঙ্গায় হাতির হান। শুক্রবার ভোরে রায়পুরের ধানাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে সারেঙ্গায় ঢুকে পড়ে হাতির একটি দল। ওই দলে দুটি শিশু হাতি সহ মোট পাঁচটি হাতি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাতির দল ঢোকার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এবং হুলা পার্টির সদস্যরা। ছাতালি গ্রামের মাঝে একটি ঝাড়ের মধ্যে বেশ কিছুক্ষণ আশ্রয় নেয় হাতির দল। সেখান থেকে হাতির দলটিকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হুলা পার্টির সদস্যরা। সেই সময় হাতির হানায় যখম হন এক হুলা পার্টির সদস্য। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
অন্যদিকে হাতির হানায় ভাঙে একটি বাড়ির একাংশ। এরপর হাতির দল তাড়া খেয়ে এদিক ওদিক করতে থাকে বেশ কয়েক ঘন্টা। কখনো ছাতালী, কখনো রঘুডাঙা,কখনো বাঁদরশোল, বিক্রমপুর স্কুল মোড়। এদিকে হাতি দেখতে ভীড় জমে অতি উৎসাহী মানুষ জনের। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা সত্ত্বেও ভীড় হটানো যায়নি। ভীড় সামলাতে অবশেষে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাতির দলটি বিক্রমপুরের মাঠ পেরিয়ে আসনা গ্রামের দিকে যাচ্ছে।