eaibanglai
Homeএই বাংলায়আচমকা হানা প্রায় ৫৫ টি হাতির দলের, রাতভর চলল তাণ্ডব লীলা

আচমকা হানা প্রায় ৫৫ টি হাতির দলের, রাতভর চলল তাণ্ডব লীলা

সংবাদদাতা,বাঁকুড়া:– বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার আঙ্গারিয়া গ্রামে আচমকা ঢুকে পড়ে ৫৫ টি হাতির এক বিশাল দল। রাতভর তাণ্ডব লীলা চালিয়ে সকালে বিষ্ণুপুরের জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামের বাসিন্দারা।

স্থানীয় কৃষকদের দাবি বিঘার পর বিঘা আলু ও সবজি ক্ষেতে তাণ্ডব চালিয়েছে হাতির দলটি। যার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন এলাকার সবজি ও আলু চাষীরা। বেশীরভা চাষীই জানিয়েছেন ধার দেনা করে চাষ করেছিলেন। কেউ আবার সোনার গয়না বন্দক রেখে চাষের খরচ জোগাড় করেছিলেন। আর কদিন পরেই আলু উঠত। এখন মাথায় হাত গ্রামের কৃষকদের। পাশাপাশি স্থানীয় বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। গ্রামবাসীদের দাবি এত বড় হাতির দল গ্রামে হানা দিলেও বনদপ্তরের তরফে আগাম কোনও সতর্ক বার্তা দেওয়া হয়নি।

অন্যদিকে বিষ্ণুপুর পাঞ্চেত বিভাগের বনাধিকারিক সত্যজিৎ রায় জানান অনেকদিন জেলায় হাতির হানার মতো ঘটনা ঘটেনি। আচমকাই হাতির এই দলটি মেদিনীপুরের দিক থেকে এসে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নিময় মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন বনাধিকারিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments