সংবাদদাতা,বাঁকুড়াঃ- ফের হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার হল বাঁকুড়ায়। বুধবার সকালে বড়জোড়া রেঞ্জের গোসাঁইপুর গ্রামের একটি ধান জমির কাছে ওই হস্তিশাবকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদপ্তরে। অন্যদিকে হাতি শাবকটিকে হাতির দল ঘিরে থাকায় মৃতদেহ উদ্ধারে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। পরে হাতির দলটিকে সরিয়ে হস্তিশাবকের দেহ উদ্ধার করে বেলিয়াতোড় রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়না তদন্তের পর মৃতদেহটি মাটিতে পুঁতে ফেলা হয়। বনদফতর সূত্রে জানা গেছে হস্তিশাবকটি স্ত্রী হাতি এবং বয়স আট মাসের কাছাকাছি। হাতি শাবকটির শুঁড়ে পুড়ে যাওয়ার দাগ দেখে বন দফতরের প্রাথমিক অনুমান খোলা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতি শাবকটির।
প্রসঙ্গত গত দু সপ্তাহের বেশি সময় ধরে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের পাবয়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫ টি হাতির দল। এই দলে বেশ কিছু হাতির শাবকও রয়েছে। খাবারের খোঁজে মাঝেমধ্যেই হাতির দলটি আশপাশের এলাকায় হানা দিচ্ছে। এরই মধ্যে আজ সকালে বড়জোড়া রেঞ্জের গোসাঁইপুর গ্রামের পাশে থাকা একটি ধান জমিতে হস্তিশাবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগেও একাধিকবার বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার গ্রামগুলিতে হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। বেশীরভাগ ক্ষেত্রেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতির। কিন্তু কেন বারবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা ঘটছে বাঁকুড়ায়? বন দফতরের দাবী সচেতনতার অভাবে কিছু চাষী নিজেদের জমির ফসল বাঁচাতে জমির আলে বিদ্যুতের তারের বেড়া দিচ্ছে। যার জেরে এই ধরণের দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।