eaibanglai
Homeএই বাংলায়দামোদর পেরিয়ে দুর্গাপুর পানাগড় শিল্পাঞ্চল লাগোয়া জঙ্গলে ঢুকল দলছুট দাঁতাল

দামোদর পেরিয়ে দুর্গাপুর পানাগড় শিল্পাঞ্চল লাগোয়া জঙ্গলে ঢুকল দলছুট দাঁতাল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার দামোদর পেরিয়ে দুর্গাপুর পানাগড় শিল্পাঞ্চল লাগোয়া কসবার জঙ্গলে ঢুকে পড়ল দলছুট এক দাঁতাল। বনদপ্তরের মতে গতকাল রাতে সোনামুখীর জঙ্গল থেকে দামোদর নদ পেরিয়ে আচমকাই পুর্ব বর্ধমানের কসবার জঙ্গলে ঢুকে পড়ে দাঁতালটি। বিষয়টি জানার পরই নড়েচড়ে বসে বন দফতর।

মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই জলপাইগুড়ি জেলায় হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর খবর সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে । এরপর খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে হাতির হানা নিয়ে সতর্কতা জারি করা হয় রাজ্য জুড়ে। তৎপরতা বৃদ্ধি পায় বনদফতরেরও। এরই মাঝে গতকাল রাতে পূর্ণবয়স্ক দাঁতালের দামোদর পেরিয়ে বর্ধমানের জঙ্গলে ঢোকার খবর পেয়েই একত্রিতভাবে তৎপরতা শুরু করে বাঁকুড়া উত্তর, বর্ধমান ও পাঞ্চেৎ বনবিভাগ। শুরু হয় কসবার জঙ্গলে হাতিটিকে চিহ্নিত করার কাজ। অবশেষে শুক্রবার ভোরে হাতিটিকে চিহ্নিত করে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে বনকর্মীরা। এরপর হাতিটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে। বন দফতরের তরফে জানানো হয়েছে হাতিটিকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments