eaibanglai
Homeএই বাংলায়ফের ঘাঁটি গেড়েছে হাতির দল, হুলা হাতে রাত পাহাড়া গ্রামবাসীদের

ফের ঘাঁটি গেড়েছে হাতির দল, হুলা হাতে রাত পাহাড়া গ্রামবাসীদের

সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জ এলাকার জঙ্গলে নতুন করে ঘাঁটি গেড়েছে ১২ টি হাতির একটি দল। এছাড়াও ওই জঙ্গলে বেশকিছু আবাসিক হাতিও রয়েছে। তার উপর নতুন হাতির দল ঘাঁটি গাড়ায় আতঙ্কে রাত জাগছেন বড়জোড়া এলাকার পাবয়া, ডাকাইসিনী, বনশোল, শ্যামপুর সহ জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে গত দু’দিন আগেই কংসাবতী নদী পেরিয়ে পাঞ্চেত বন বিভাগে ঢোকে ২ টি শাবক সহ ১২ টি হাতির ওই হাতির দলটি। পরে সোনামুখী হয়ে বড়জোড়ার পাবয়া জঙ্গলে পৌঁছায়। আপাতত সেখানেই অবস্থান করছে হাতির দলটি।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া পাবয়া, ডাকাইসিনী, বনশোল, শ্যামপুরের মানুষ। রাতে হুলা হাতে গ্রামে গ্রামে চলছে পাহাড়। কিন্তু অভিযোগ রাত পাহারা দেওয়ার সময় সাহায্য তো দূরের কথা, হাতি এলাকায় ঢুকলে সেই খবর জানানোর সৌজন্যতাটুকুও দেখায়নি বন দপ্তর। হাতির তাণ্ডব থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার দাগিতে তাই নিজেদের মতো করে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জঙ্গল সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা।

অন্যদিকে বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক উমর ইমাম জানান দলমা থেকে ১২ হাতির একটি দল ওই এলাকায় ঢুকেছে। পাশাপাশি ৩ টি আবাসিক হাতিও রয়েছে ওই জঙ্গলে। রাতদিন প্রায় ১০০ জন কর্মী হাতিগুলির উপর নজরদারি চালাচ্ছে। আপাতত গত দু’দিনে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। এছাড়া অন্য হাতি এলাকায় ঢুকছে কিনা সেটির উপরও নজর রাখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments