সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ায় হাতির আক্রমণে ফের মৃত্যু ঘটনা। এবার মৃত্যু হল সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের এক বৃদ্ধের । মৃত বৃদ্ধের নাম লালমোহন কুন্ডু । বয়স আনুমানিক ৭০ বছর ।
স্থানীয় সূত্রে জানা গেছে , অন্যান্য দিনের মতোই এ দিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধ লালমোহন কুন্ডু। তখন হঠাৎই তার সামনে একটি হাতি চলে আসে এবং তাকে শুঁড়ে পেচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে অবস্থার আরো বেশি অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
বৃদ্ধের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অন্যদিকে পুনরায় যাতে এই ধরণের ঘটনা না ঘটে সে কারণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী । যদিও গ্রামবাসীদের দাবি হাতির আতঙ্কে তাদের ঘুম উড়েছে। সারা বছরই এই আতঙ্ক নিয়ে কাটাতে হয় তাদের।
এবিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার রানা গুহ জানান , এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।