সংবাদদাতা,বাঁকুড়াঃ- শুক্রবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল রাইপুরের মণ্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী দীপ দত্ত । এদিন ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরেজীর পরীক্ষা।
দীপের পরিবার সূত্রে জানা যায় মণ্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের পরীক্ষাকেন্দ্র পড়েছে রাইপুর গার্লস হাইস্কুলে। বৃহস্পতিবার পরীক্ষা প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা অন্যান্য পড়ুয়াদের সঙ্গে সেখানেই দেয় দীপ। কিন্তু এদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে অসহ্য পেটের ব্যাথায় কাতরাতে থাকে সে। এরপরই তাকে রাইপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান ‘অ্যাপেনডিক্সে’-এর কারণে তার পেটে যন্ত্রণা হচ্ছে। এদিকে দীপ জানায় সে হাসপাতাল থেকেই পরীক্ষা দিতে চায়। পরীক্ষার্থীর সেই আবেদনে সাড়া দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করে। সেই মতো এদিন হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরেজির পরীক্ষা দেয় দীপ।